বিনোদন

মা হলেন শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক:

ছবি মুক্তির কারণে অভিনেত্রী শার্লিন ফারজানা বিয়ের খবর গোপন রেখেছিলেন এক বছর। তবে ছবি মুক্তির আগেই বিয়ের খবর প্রকাশ হয়ে যায় তার।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের ছবিটি সম্প্রতি মুক্তি পেলে প্রশংসিত হয় এ অভিনেত্রীর অভিনয়। কিন্তু ছবির প্রচারনায় ছিলেন অনুপস্থিত।

শার্লিন স্বীকার না করলেও তার ঘনিষ্ঠরা জানতেন শার্লিন মা হচ্ছেন। তবে সেই গুঞ্জনও সত্যি হলো।

১ নভেম্বর তিনি পুত্রসন্তানের মা হয়েছেন। মা ও নবজাতক সুস্থ আছেন।

এ প্রসঙ্গে শার্লিন বলেন, ‘এটি একটি অন্য রকম আনন্দের বিষয়। সন্তানসহ আমি সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এলেও শুরুতে খুব বেশি আলোচিত ছিলেন না এই মডেল ও অভিনেত্রী। তবে গত কয়েক বছর ধরে কাজ করে প্রশংসিত হন তিনি। বিশেষ করে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন শার্লিন।

চিত্রদেশ//এস//

Tags

আরও

Leave a Reply

Back to top button