প্রধান সংবাদমুক্তমত

মা’ দেরই সবসময় ভাল হতে হয়

কানিজ কাদীর

‘মা’দেরই সবসময় ভাল হতে হয়। মা’দের সব কিছু সয়ে নিতে হয়। এটা যে ‘মা’ হবার জন্যই হয়। ‘মা’ শব্দটিই এমন একটা জায়গা সেখানেই যেন চলে সব আব্দার, ভালোবাসা, কটুকথা, শাসন, অনুযোগ, বেয়াদবি । কারণ মা সব সয়ে নেয়। সব অভিমান, কষ্ট নিয়েও মা থাকেন অবিচল। ‘মা’ শব্দটিই যেন শুধু ভাল কিছু করার জন্য।সংসারে না বোধক কোন কাজই যেন মায়ের জন্য হারাম। সংসারের প্রতিটা সদস্যের মুখে হাসি ফোঁটাতে, স্বতর্স্ফূত রাখতে যা যা করা দরকার তাই তাকে বলতে হয়, করতে হয়। কখনো তাকে ‘না’ শব্দটি বলতে নেই। ‘না’ শব্দটি মায়ের ডিকশনারীতে থাকতে নেই । সংসার তাকে সব পারতে হয়। পরিবারের সবার পারবো না, করবো না, দিব না শব্দটি মাকেই হযম করে যেতে হয়। তাকে হতে হয় স্বর্বংসহা। অথচ মায়ের একটি ‘না’ এর জন্য প্রায়শ: ই তাকে সংসারে নানা বিড়ম্বনায় পড়তে হয়। তাই মা’কে হতে হয় কথা হজমে পারদর্শী । কোন প্রতিবাদ তার জন্য নয়। তাকে হতে হয় সুনিপুনা এক সহনশীল নারী।একজন সন্তান যখন কাঁদে তখন মা দৌঁড়ে তার কাছে যায় আদর করে , কান্না থামায় ।আর মা যখন কাঁদে তা কেউ দেখে না। সে নীরবে কাঁদে। চুপি চুপি কাঁদে। তাঁর অভিমান ছুঁয়ে দেখার কেউ নেই।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button