খেলাধুলা

মার্চের শেষ সপ্তাহে শুরু হবে আইপিএল

স্পোর্টস ডেস্ক:
সাধারণত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আইপিএল শুরু হয়। কিন্তু এবার ত্রয়োদশতম আইপিএল একটু এগিয়ে আসতে পারে। মার্চের শেষদিকে আইপিএল শুরুর সম্ভাবনা রয়েছে।

যদিও এবারের আইপিলএলের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে দিল্লি ক্যাপিটলাসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা আইএনএসকে জানান, ‘২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ। উদ্বোধনী ম্যাচ হবে ওয়াংখেড়েতে। খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স।’

মার্চের শেষে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথম দিকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা। কারণ, এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button