প্রযুক্তি

ভিপিএন ফিচার আনলো ফায়ার ফক্স

প্রযুক্তি ডেস্ক:

ব্রাউজারে ‘মোজিলা ভিপিএন’ নামের ভিপিএন ফিচার নিয়ে এসেছে ফায়ার ফক্স। এই ফিচার গ্রাহকরা নিজেরদের উইন্ডোজ, অ্যান্ড্রোয়েড এবং আইএসও অপারেটিং সিস্টেমে ইন্সটল করা ওয়েব ব্রাউজারে ব্যবহার করতে পারবেন।

মোজিলা ফায়ার ফক্সের এই ভিপিএন ফিচার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং মালেশিয়ার গ্রাহকরা আপাতত উপভোগ করতে পারবেন।

ফায়ার ফক্সের নির্মাতারা জানান, এই ফিচার ইতিমধ্যেই তাদের নাইটলি ভার্সনে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে যোগ করা আছে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোজিলার ওয়েব ব্রাউজার ফায়ার ফক্স নাইটলির নতুন ভার্সন এর গ্রাহকরা “Ctrl+Shift+P” দিয়ে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডো চালু করলেই নিচের দিকে দেখতে পাবেন “Need more privacy?” প্রশ্নের সাথে “Try Mozilla VPN” নামের একটি বাটন এ ক্লিক করার জন্য অনুরোধ করছে।

“Try Mozilla VPN” বাটনে ক্লিক করলেই ভৌগলিক অবস্থান বিবেচনায় আপনি ফিচারটি ব্যবহার করতে পারবেন কিনা জানিয়ে দেবে ফায়ার ফক্স।

প্রসঙ্গত, ফিচারটি সব দেশের জন্য এখনও উন্মুক্ত করেনি মোজিলা ফায়ার ফক্স।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button