প্রধান সংবাদশিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও পরীক্ষা বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও সব ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অধ্যয়নরত শিক্ষার্থীদের অবিলম্বে সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ মার্চ) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ছাড়া ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে ২০২১ পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট নির্দেশনার কপি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক প্রেরণ করা হয়েছে।

 

 

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button