প্রধান সংবাদ

বিদেশি ৭৪ পর্যবেক্ষককে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

স্টাফ রিপোর্টার:
ঢাকার দুই সিটি নির্বাচনে নয়টি দেশ ও একটি সংস্থার ৭৪ জন পর্যবেক্ষক ভোটগ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ঢাকাস্থ অ্যাম্বেসি ও হাইকমিশনে কর্মরত এসব পর্যবেক্ষকের নিরাপত্তা দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. ইসরাইল হোসেন।

বিদেশি পর্যবেক্ষকদের তালিকা থেকে জানা গেছে, নির্বাচনে যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫ জন, নেদারল্যান্ডের ৬ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, ডেনমার্কের ৩ জন, নরওয়ের ৪ জন, অস্ট্রেলিয়ার ২ জন ও কানাডার ৪ জন পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে এই ৭৪ কূটনীতিক পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়।

আগামীকাল শনিবার সকাল আটটা থেকে ঢাকার দুই সিটির নির্বাচন শুরু হবে। শেষ হবে বিকেল চারটায়। এবার সব কয়টি কেন্দ্রের ভোটগ্রহণ চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

 

চিত্রদেশ এস//

আরও

Leave a Reply

Back to top button