প্রধান সংবাদ

বিদেশি পর্যবেক্ষকরা যেন বেশি মাতবরি না করে: আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বেশি মাতবরি দেখতে চায় না আওয়ামী লীগ। কেউ যেন বেশি মাতবরি না করেন, সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা বলেন।

এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, তারা বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইসির সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, পর্যবেক্ষকেরা যেন নিয়মনীতি, বিধিনিষেধে মেনে চলেন। অনেকে সময় অনেক কথা বলেন, যাতে মনে হয় এটি দেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ।

এইচ টি ইমাম বলেন, বিদেশি কূটনীতিকদের ব্যাপারে যে নিয়মনীতি, সেটি তাদের এদেশীয় কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয়। কিন্তু এর সুযোগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি যেন কেউ না করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। তারা চান নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই আছে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button