স্বাস্থ্য কথা

বিএসএমএমইউয়ে ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট চালু

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এ ইউনিটের উদ্বোধন করা হয়।

এই ইউনিটের উদ্বোধনসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট সম্পর্কে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট চালু করার মাধ্যমে রোগীদের নিরাপদ রক্ত পরিসঞ্চালন সেবা আরও বেগবান হবে। থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্ত রোগে আক্রান্ত রোগীরা দিনের বেলাতেই সম্পূর্ণ নিরাপদে কোনোরকম ঝুঁকি ছাড়াই শরীরে রক্ত গ্রহণ করতে পারবেন এবং রক্ত দাতারাও নিরাপদে রক্ত দিতে পারবেন।

এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএসএমএমইউতে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। আজ ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, ৬টায় বি ব্লকের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ এবং সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক ও কবি অধ্যাপক ডা. মো. হারিসুল হক, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. মো. আবু তাহের, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয় এবং ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button