প্রধান সংবাদ

বিএসএমএমইউ’তে টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন।

পরীক্ষামূলকভাবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ টিকা দেয়া হবে। এই ৫টি হাসপাতালে প্রায় ৫০০ জনকে করোনার টিকা দেয়া হবে।

টিকাদানের পর পর্যবেক্ষণ শেষে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হবে। তবে, পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদের টিকা দেয়া হবে না।

এর আগে বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে

চিত্রদেশ//এইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button