প্রধান সংবাদরাজনীতিরাজনৈতিক ব্যক্তিত্ব

বিএনপির ৩ নেতা করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর পর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ অক্টোবর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জুয়েল।

আবদুল কাদির ভূঁইয়া জুয়েল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

চিত্রদেশ//এস//

Tags

আরও

Leave a Reply

Back to top button