প্রধান সংবাদপ্রযুক্তি

বাংলাদেশে সেবা বিঘ্নিত: বিবৃতি দিলো ফেসবুক

প্রযুক্তি ডেস্ক:
হঠাৎ করে বাংলাদেশে ফেসবুক এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের সেবা বিঘ্নিত হওয়ায় বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের বক্তব্য নিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘বাংলাদেশে আমাদের সেবা সীমিত করার ব্যাপারে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি আরও বুঝতে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পুনরুদ্ধারের আশা করছি।’

বিবৃতিতে ফেসবুক আরও বলেছে, ‘করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় কার্যকর যোগাযোগের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রয়োজন। এমন সময়ে বাংলাদেশে এটি সীমিত রাখার ঘটনা উদ্বেগজনক। ফেসবুক ও মেসেঞ্জার ডাউন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কেউ কোনো মন্তব্য করেননি। তবে এর আগেও বিক্ষোভের বিস্তার রোধের অংশ হিসেবে ইন্টারনেট শাটডাউন রেখেছিল সরকার।’

এদিকে ফেসবুক বিঘ্নতা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার একটি অনলাইনকে জানিয়েছেন, ফেসবুক কী বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেয়া হবে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভের সময় শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী থানায় আন্দোলনকারীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ গুলি চালালে চারজন নিহত হয়। কট্টরপন্থী গোষ্ঠী হেফাজতে ইসলাম চট্টগ্রামে হত্যার ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছে। হেফাজত ও দলটির সমর্থকরা মোদির বিরুদ্ধে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছেন।

এর আগে, শুক্রবার সকালের দিকে দু’দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জোড়া উৎসবে অংশ নিতে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছেন।

চিত্রদেশ//এসএইচ//

Related Articles

Back to top button