প্রধান সংবাদ

বাঁচানো গেল না দগ্ধ সেই পারভীনকে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর রূপনগরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পারভীন মারা গেছেন। শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও পুড়ে যায় শতাধিক ঘর।

আগুনে দগ্ধ হন ৩৫ বছর বয়সী পারভীন। পরে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

চিত্রদেশ //এস//

আরও

Leave a Reply

Back to top button