বন্ধ হয়ে গেলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা
স্টাফ রিপোর্টার:
বন্ধ হয়ে গেলো নগরীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি। আজ (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।
হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মেজবাহ উদ্দিন আহমেদ বলেন—বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছ থেকে স্থান ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের শাখাটি পরিচালিত হতো। কিন্তু বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, জায়গাটি ছেড়ে দিতে। এজন্য জায়গাটি ছেড়ে দিয়েছি। যার কারণে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ব্যবহৃত যন্ত্রপাতি আপাতত স্টোর করে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো শাখা চালু হলে সেখানে এসব ব্যবহার করা হবে। বসুন্ধরার এ শাখা বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন মেজবাহ।
দেশের চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। পরবর্তীতে জিগাতলা, মহাখালীতে এর শাখা চালু হয়। সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স তৈরির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সময়ের সঙ্গে দেশের সিনেমা হলের সংখ্যা কমছে। এদিকে করোনা তাণ্ডবের কারণে দীর্ঘ দিন ধরে সিনেমা হলে তালা ঝুলছে। ব্যবসায়ীক মন্দা অবস্থার কারণে গত মাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেছিলেন—সিনেমা ব্যবসার এই দুর্দিনে সরকারি সহায়তা না পেলে সামনে হয়তো স্টার সিনেপ্লেক্স বন্ধ করে দিতে হবে।
চিত্রদেশ//এল//