প্রধান সংবাদ

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘুমন্ত ২ ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার সকাল ৬টার দিকে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মাসনুন (১৩) ও জিসান (৮)। গুরুতর আহত অন্তঃসত্ত্বার নাম লাবনী (২৮)। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, রাতে দুই ভাই বাড়ির নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপর ঘুমিয়ে ছিল। সকাল ৬টার দিকে বিস্ফোরণে ঘটনাস্থলে এক ভাই নিহত হয়। অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।

বিস্ফোরণে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button