প্রধান সংবাদ

বনানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

স্টাফ রিপোর্টার:
ঢাকার বনানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম জলিল (৪০)। তিনি মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার পর বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে এই ‘গোলাগুলি’ হয় বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জানান জানিয়েছেন।

তিনি বলেন, জলিল নামের ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা আছে।

আসাদুজ্জানান জানান, সে দীর্ঘদিন এলাকায় থাকত না। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছিল।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তখন র‌্যাবও পাল্টা গুলি করে। এতে একজন নিহত হয়।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button