অর্থ-বাণিজ্য

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এ শাহ্জালাল ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ৬ জানুয়ারি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ১০ (দশ) কোটি টাকার চেক প্রদান করা হয়। গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, সিআইপি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button