বইমেলা

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ শিল্পকর্ম

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে দেশের এক’শ জন বিশিষ্ট শিল্পীর এক’শটি শিল্পকর্ম নির্মাণের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

“বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা” অবলম্বনে “বঙ্গবন্ধু জীবন থেকে চিত্রপটে” শিরোনামে এ এক’শটি শিল্পকর্ম নির্মাণ করা হচ্ছে।

রবিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি। পরে দেশবরেণ্য এক’শ জন চিত্রশিল্পী সমাধিসৌধ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর চিত্রকর্ম রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন।

এ সময় শিল্পী আঃ মান্নান, কেএমএ কাইয়ুম, শহিদ কবির, জামাল উদ্দিন, নাসিম আহম্মেদ নাদমী, নাজমা আক্তার, নাইমা হক, শিল্পী তরুন ঘোষ, আফরোজা জামিল কঙ্কা প্রমূখ উপস্থিত ছিলেন।

চিত্রদেশ ডটকম//এস//

Related Articles

Back to top button