বইমেলায় সালমান হক-এর নতুন চার বই
লাবণ্য হক:
এবারের অমর একুশে বইমেলায় লেখক সালমান হকের চারটি বই প্রকাশিত হয়েছে। লেখকের বইগুলো পাওয়া যাচ্ছে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে। যথাক্রমে অবসর প্রকাশনী থেকে ‘কাফকা অন দ্য শোর’, আফসার ব্রাদার্স থেকে ‘স্টোরিজ অফ ইয়োর লাইফ’, রোদেলা প্রকাশনী থেকে ‘ব্ল্যাক ফেয়ারি টেইল’ এবং বাতিঘর প্রকাশনী থেকে বের হয়েছে ‘স্যালভেশন অফ আ সেইন্ট’।
পাঠকদের জন্য আজকে লেখকের প্রকাশিত ‘কাফকা অন দ্য শোর’ কাহিনি সংক্ষেপে জানানো হল:
কাফকা অন দ্য শোরঃ ১ম খণ্ড – হারুকি মুরাকামি-অনুবাদঃ সালমান হক
কাহিনি সংক্ষেপঃ পাগলাটে কিশোর কাফকা তামুরা বাড়ি থেকে পালাবার সময় শুনতে পায় এক অশরীরি কণ্ঠস্বর। কোন ভুলে যাওয়া দৈববাণী খুঁজতে বলছে ওর মাকে, বোনকে? বৃদ্ধ নাকাতার অদ্ভুত ক্ষমতার উৎস কী? বেড়ালদের ভাষা কীভাবে বোঝে সে? কেন এই সরল মানুষটা সব ছেড়ে বেরিয়েছে কাফকার সন্ধানে? খুন হয়ে যাওয়া লোকটার সাথে তাদের সম্পর্ক কি? দু’জনের মহাযাত্রায় দেখা হবে অসাধারণ সব সঙ্গী, মারাত্মক সব শত্রু এবং বিচিত্র আগন্তুকদের সাথে। ডানা মেলবে ভালোবাসা, রচিত হবে বন্ধুত্ব, ঘটে যাবে নিষ্ঠুর হত্যাকাণ্ড।
কাফকা অন দ্য শোর-কে বলা হয় হারুকি মুরাকামি’র মাস্টারপিস। রহস্যময় এই উপন্যাসের অবিস্মরণীয় চরিত্রগুলো বদলে দেবে ভালোবাসার প্রতি, সমাজের প্রতি ও জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি।
-লেখক: সালমান হক
লেখকের প্রকাশিত এ পর্যন্ত মোট বইয়ের সংখ্যাঃ ২২টি, অনুবাদঃ ১৯ টি, মৌলিক-৩টি।
উল্লেখযোগ্য মৌলিক উপন্যাস ‘তিন ডাহুক’, ‘নিখোঁজকাব্য’- পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীতে।
চিত্রদেশ//এইচ//