রাজনীতি

ফখরুল-রিজভীসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, বুধবার বিকেল পাঁচটার দিকে হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বুধবার গণমাধ্যমকে বলেন, ‘দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button