গল্প-কবিতা
প্রেমের কবিতা: দাউদ হায়দার
১
একথা ঠিক
তোমার চুম্বন ছিল আকারমাত্রিক
তোমার চাহনি ছিল বিহ্বল
মনে হয়, বিস্ফোরণ-ভরা শরীরের কোলাহল
বলেছিলাম, ‘আয় বৃষ্টি ঝেঁপে’
তুমি বললে, ‘ঝরুক বর্ষণ সংক্ষেপে’
১৮ জুন, ২০১৯, মাদ্রিদ, স্পেন
২
তোমাকে নিয়ে যে—গুঞ্জরন
নিশ্চয় উৎস আছে কোথাও
প্রণয়ের যে সংক্ষিপ্ত মনন
মূলে প্রবাহমান জলতরঙ্গ উধাও
২০ জুন, ২০১৯, বার্সিলোনা, স্পেন
৩
ভালো বাসাবাসি অনেক হয়েছে এবার
বিরহব্যথা শুরু।
অতীত দিনগুলো আসবে না আর
ভবিষ্যৎও নয় সুচারু
২৬ জুন, ২০১৯, ইবিজা, স্পেন
৪
এই শরতে মেঘের পরতে-পরতে
ভাসে মুখ নিরুদ্দেশের জগতে
কার মুখ? শহরের আনাচে-কানাচে আজ
নির্মম দিন সঙ্গহীন সমাজ
স্মৃতির আবগাহনে নিজেকে আড়াল করো
মেঘের হিন্দোল নিত্য বাড়ে যক্ষের বিরহ