গল্প-কবিতা

প্রমিতধারার আবৃত্তি অনুষ্ঠান ‘কিংবদন্তির কথা বলছি’ অনুষ্ঠিত

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় প্রমিতধারার প্রযোজনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান ‘কিংবদন্তির কথা বলছি’।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রমিতধারার সহ-সভাপতি আবৃত্তিশিল্পী শাহিদা সুলতানা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিমধারা দেশের সব আবৃত্তি সংগঠনের সাথে তালে তাল মিলিয়ে হাটবে। শুদ্ধ সাংস্কৃতিক প্রয়াসে আমাদের এই প্রমিতধারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য আবৃত্তি শিল্পী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

প্রধান অতিথি বলেন, প্রত্যেক আবৃত্তি শিল্পীর নিজস্বতা থাকা উচিৎ। অন্য শিল্পীর সুর হুবহু অনুকরণ না করতে নতুন শিল্পীদের প্রতি অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠান প্রযোজনা করেন প্রমিতধারার সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মেহেদী হাসান।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী, জয়ন্ত কুমার রায়, শাহাদাৎ হোসেন, আহসানউল্লাহ তমান, মজুমদার বিপ্লব, শিমুম,মামুন জামান, সাব্বির হায়দার, শিমুল সিদ্দিকী, চিন্ময় কুমার মল্লিক, জান্নাতুল ফেরদাউস, মাইনুল ইসলাম, খান মামুন, দূর্বাশা দূর্বা, নাহিদ জামান, তোফায়েল আহম্মেদ, সৈয়দা সেলিনা, মহসিন খান, নিশাদ নাওয়াল প্রমুখ।

অনুষ্ঠান শেষে আবৃত্তি শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button