অর্থ-বাণিজ্য

পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে পাটপণ্যের ব্যবহার বেড়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সরকারি দলের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দৈনন্দিন কাজে পাটের তৈরি দ্রব্য সামগ্রী ব্যবহারে জনসাধারণকে আরাে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে দেশে-বিদেশে বিভিন্ন মেলা আয়োজনের মাধ্যমে পাট পণ্যের ব্যবহার ও বাজার সম্প্রসারণের চেষ্টা অব্যাহত রেখেছে। বহুমুখী পাটপণ্যের নতুন নতুন উদ্ভাবন ও প্রক্রিয়াজাতকরণর লক্ষ্যে পাটপল্লী নির্মাণের প্রস্তাব বিবেচনাধীন।

তিনি আরো বলেন, জাতিসংঘের ৭৪তম অধিবেশনে পাটসহ কয়েকটি প্রাকৃতিক তন্তু ব্যবহারের পক্ষে সিদ্বান্ত নেয়া হয়েছে। যা বিশ্বে পাটপণ্য ব্যবহারে সবাইকে আরো বেশি আগ্রহী করে তুলবে।

 

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button