প্রধান সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন তার নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনটায় তার দিল্লি যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও তৌহিদুল ইসলাম বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন না।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের ঢাকায় না থাকাও এই সফর বাতিলের একটি কারণ বলে জানান তিনি।

আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর করার সম্ভাবনা আছে। সেটিও এই সফর বাতিলের একটি কারণ বলে জানান তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, আগামী শনিবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button