প্রযুক্তি

নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা

প্রযুক্তি ডেস্ক:

এবার ভারতে বিশ্বের সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা নির্মাণ করতে যাচ্ছে ওলা (OLA) নামের একটি প্রতিষ্ঠান।

এরই মধ্যে বিষয়টি স্কুটার ব্যবহারকীদের মাঝে ই-স্কুটার বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের জানুয়ারি মাসে বাজারে চলে আসবে ওলা ই-স্কুটার। জানা গেছে ওলা ভারতের তালিমনাড়ুতে এই ই-স্কুটার কারখানা নির্মাণ করবে।

এই কারখানায় ২৪০০ কোটি রুপি বিনিয়োগ করবে ওলা কর্তৃপক্ষ।

ওলা-র পক্ষ থেকে ইতিমধ্যে তামিলনাড়ুর সরকারের সঙ্গেও আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ওলা জানিয়েছে, সেই কারখানায় ১০ হাজার কর্মসংস্থান হবে। ভারতীয় চাকরির বাজারে এই ই-স্কুটি কারখান বিশাল ভূমিকা রাখবে।

ওলার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সব থেকে বড় ই-স্কুটার কারখানা হবে এটি। প্রতি বছর এই কারখানায় ২০ লাখ ই-স্কুটার উত্পাদন হবে।

২০২১ সালের মধ্যেই এই কারখানা নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button