প্রধান সংবাদবিনোদন

নিপুণের রক্তে সমস্যা আছে, বললেন ডিপজল

বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সেশনের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। এবার বিষয়টি নিয়ে সরব হলেন নতুন কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তার মতে, নিপুণের রক্তে সমস্যা আছে।

শুরুতেই নিপুণের করা রিট নিয়ে ডিপজল বলেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেল। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকেই কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

এদিকে ডিপজলকে অশিক্ষিত বলেছেন নিপুণ। এ নিয়েও চটেছেন পর্দার খলনায়ক। ক্ষুব্ধ ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’

তিনি আরও বলেন, ‘এইসব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা আর যেন ধ্বংসে পথে যেন না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে। সবাই সুন্দর ও ধর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ।’

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জনের মধ্যে ৪৭৫ জন শিল্পী ভোট দেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Related Articles

Back to top button