প্রধান সংবাদরাজনীতি

নাসিমের জানাজা ও দাফন রোববার বনানীতে

স্টাফ রিপোর্টার:
সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার নাসিমের একান্ত ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button