প্রধান সংবাদসারাদেশ

নারায়ণগঞ্জের আলোচিত সেই কাউন্সিলর খোরশেদ করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার করে দেশ-বিদেশে আলোচিত হন। স্ত্রীর পর এবার তিনি করোনায় আক্রান্ত হন।

শনিবার কাউন্সিলর খোরশেদের করোনায় নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। কাউন্সিলর খোরশেদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে তার করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে স্ট্যাটাস দেন।

কাউন্সিলর খোরশেদ জানান, শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনাভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সব সময় সক্রিয় থাকবে, আমার ফোনও চালু থাকবে। আমি যতোদিন বেঁচে আছি করোনাযুদ্ধ থেকে এক বিন্দুও পিছ পা হবো না।

সুস্থ হয়ে আমি যেন আগের মতো মানুষের সেবা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহর আমাকে সুস্থতা দান করেন।

আগামী ৪ দিন আমি সশরীরে উপস্থিত না থাকলেও আমাদের দাফন, টেলিমেডিসিন, প্লাজমা সংগ্রহ, সবজি বিতরণ, মধ্যবিত্তের জন্য ভর্তূকি মূল্যে খাবার বিক্রি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি শুক্রবার ২৯ মে পর্যন্ত ৬১টি মরদেহ দাফন ও সৎকার করেছেন বলে জানান।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button