খেলাধুলা

নবম দিনের প্রথম স্বর্ণ এনে দিলেন আরচার সুমা বিশ্বাস

স্পোর্টস ডেস্ক:
সাউথ এশিয়ান গেমসের অষ্টম দিনের মতো নবম দিনের প্রথম থেকেই সোনা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। অষ্টম দিন ৬টি ইভেন্ট হয়েছিল আরচারির। সবগুলোতেই শ্রেষ্ঠত্ব বাংলাদেশের।

তারই ধারাবহিকতায় গেমসের নবম দিনের শুরুতে ছিল আরচারি ডিসিপ্লিনে মেয়েদের কম্পাউন্ড একক ইভেন্ট। এই ইভেন্টে সেরা হয়ে বাংলাদেশকে এবারের গেমসে ১৫তম স্বর্ণ এনে দিলেন নারী আরচার সুমা বিশ্বাস।

তিনি তার ইভেন্টে শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হারিয়ে এই স্বর্ণপদক জয় করেন।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button