অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ধর্ষক মজনু একজন সিরিয়াল রেপিস্ট: র‌্যাব

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনা র‌্যাব যাকে আটক করেছে তার নাম মজনু। আটক মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র‌্যাব।আজ বুধবার (৮ ডিসেম্বর) কাওরানবাজারে র‍্যাব কার্যালয়ে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাসেম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, মজনু সিরিয়াল রেপিস্ট। এরআগে একই জায়গায় সে এ ধরনের অপরাধ করেছে। প্রতিবন্ধী, ভিক্ষুকসহ বিভিন্ন নারীদের সে আটকে রেখে ধর্ষণ করতো। এসম তাদের হত্যার হুমকি দিত। মজনু স্বীকার করেছে সে একাই ছিল, ভিকটিমও তেমনই বলেছে।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button