প্রধান সংবাদ

দেশে ইউরোপীয় নাগরিকদের প্রবেশ বন্ধ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের। এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

করোনা মোকাবিলায় সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত আজ দুপুর ১২টা থেকে কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোন বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোন দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, যদি কোনও এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসে তাহলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সকল খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button