প্রধান সংবাদসারাদেশ

দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন ১ নম্বর লাইনে ছিল। খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়। ট্যাংকের সব তেল পড়ে যায়।

পশ্চিম রেলের পাকশী বিভাগের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান বলেন, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনের সাথে বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে ঈশ্বরদীমুখী মালবাহী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের ইঞ্জিনসহ রেল লাইন ও ওয়াগনের ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী, দৌলতদিয়া ঘাটসহ সকল লাইনে ট্রেন চলাচল বন্ধ।

ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button