খেলাধুলাপ্রধান সংবাদ

দিনের প্রথম বলেই উইকেট তুলে নিলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক:
প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি চালকের আসনেই ছিল বাংলাদেশ। সাকিবের ফিফটির পর মিরাজের প্রথম টেস্ট শতক দেখলেন টাইগার সমর্থকরা। ৪৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করাল তামিম বাহিনী।

দাপুটে ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসেও উইন্ডিজ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন বাংলাদেশ দলের টেলএন্ডাররা। শুরুতেই মোস্তাফিজের জোড়া আঘাতে দিশেহারা হন সফরকারী দলের ব্যাটসম্যানরা।

তবু ২ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিলেন তারা। তৃতীয় দিন এনক্রুমাহ বোনারকে সঙ্গে নিয়ে বড় একটা জুটি দাঁড় করাতে পারবেন অধিনায়ক ব্রাথওয়াইট– এমনটিই ধারণা করা হচ্ছিল।

২ উইকেট হারানোর পরও দুর্দান্ত ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তারা।

কিন্তু উল্টোটাই ঘটল। দিনের প্রথম বলেই তাইজুলের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হয়েছেন এনক্রুমাহ।

আগের দিনের ৫১ রানের জুটিকে আর বাড়ানো গেল না। ১৭ রান করে দিনের প্রথম বলেই আউট হয়ে গেলেন বোনার।

তাইজুল ইসলামের করা আউট সুইং বলটি সমীহই করেছিলে বোনার। ঠেকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল স্পিন করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে বোনারের ব্যাটকে ছুঁয়ে প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। শান্ত বলটি তালুবন্দি করেন অনায়াসে।

বোনারের আউটের পর মাঠে নেমেছেন অভিষিক্ত কাইল মায়ারস। আর অপরপ্রান্তে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন ক্যারিবীয় অধিনায়ক। ১১১ বল খেলে ৭৬ রান করে ফেলেছেন ইতিমধ্যে।

চিত্রদেশ//এইচ//

Related Articles

Back to top button