লাইফস্টাইল

ত্বকের রং ফর্সা করবে‌ ‍‍‘তেঁতুল’

লাইফস্টাইল ডেস্ক:
নিজেকে ফর্সা করতে আমরা কত কিছুই না ব্যবহার করি। একসময় আমাদের মুখের রং পরিষ্কার হলেও ত্বকের রং পরিষ্কার হয় না। আর অবস্থা থেকে এখন সহজেই মুক্তি পাবেন ঘরোয়া টোটকায়। এখন থেকে শরীরের কালো দাগ দূর করতে তেঁতুলের স্ক্রাব ব্যবহার করা শুরু করুন। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে তেঁতুলের ব্যবহার সম্পর্কে-

উপকরণ: তেঁতুলের রস, লেবুর রস, বেকিং সোডা ও ব্রাউন সুগার।

প্রণালী: প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো তেঁতুলের রস নিয়ে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। স্ক্রাবটি তৈরি করা হয়ে গেলে সারা শরীরে ম্যাসাজ করতে হবে কয়েক মিনিট ধরে।

ম্যাসাজ করার পর কুসুম গরম পানি দিয়ে মুছে নিন। এই পদ্ধতিটি আপনাকে টানা দুই মাস প্রতি সপ্তাহে একবার করে করতে হবে। তবে চাইলে সবসময় আপনার ত্বক ভালো এবং উজ্জ্বল রাখতে সপ্তাহে একবার করে বডি স্ক্রাব চালিয়ে যেতে পারেন।

চিত্রদেশ//এল//

Tags

আরও

Leave a Reply

Back to top button