প্রধান সংবাদ

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরই আওয়ামী লীগ সভাপতি ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তাপস।

ঢাকার দুই সিটিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো দুই সিটিতে সম্পূর্ণ ইভিএমে নেয়া হচ্ছে ভোট।

আজ ভোটারদের রায়ে চূড়ান্ত হবে আগামী পাঁচ বছর নগরবাসীর দেখভালের দায়িত্ব কে পাচ্ছেন। পাশাপাশি নির্বাচিত হবেন দুই

সিটির ১৭২ জন কাউন্সিলর।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরই দুই সিটি নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ওই ফলাফলে

নির্ধারিত হবে ঢাকা উত্তর সিটির মেয়র কে- আওয়ামী লীগের আতিকুল ইসলাম নাকি বিএনপির তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটির ব্যারিস্টার

শেখ ফজলে নূর তাপস নাকি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ নির্বাচনে প্রমাণিত হবে দলীয়ভাবে আওয়ামী লীগ নাকি বিএনপি বেশি জনপ্রিয়। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই এ নির্বাচনে জয় পেতে

মরিয়া প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি।

আর নির্বাচন সুষ্ঠু করার মধ্য দিয়ে ইসি ও ইভিএমের গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

চিত্রদেশ//এইচ//

 

Related Articles

Back to top button