অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

সোমবার বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর পরই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হয়।

 

চিত্রদেশ//এলএইচ//

আরও

Leave a Reply

Back to top button