শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিয়মিত কোর্সের বাইরে চালু থাকা সান্ধ্যকোর্সসহ অনিয়মিত সব কোর্সের নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম আগামী ৫ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সান্ধ্যকোর্স যুগোপযোগী করার জন্য নীতিমালা প্রণয়নে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য বলেন, সান্ধ্যকোর্স সময় উপযোগী করার জন্য নীতিমালা তৈরি করতে ১৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। কমিটিতে আরও আছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ১৩টি অনুষদের ডিন ও দুটি ইনস্টিটিউটের (আইবিএ এবং শিক্ষা ও গবেষণা) পরিচালক। কমিটি ৫ সপ্তাহের মধ্যে নীতিমালা তৈরি করবে। এই সময়ের মধ্যে সান্ধ্যকোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার বাইরে রাখার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

 

চিত্রদেশ//এইচ//

Related Articles

Back to top button