আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ট্রাম্পের টুইটার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

প্ররোচনামূলক পোস্ট দেয়ার অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

সেই সঙ্গে টুইটারের পক্ষ থেকে হুশিয়ারিও দেয়া হয়েছে এই বলে যে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসির।

টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসির বিরোধী।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

চিত্রদেশ//এলএইচ//

 

Tags

আরও

Leave a Reply

Back to top button