প্রধান সংবাদ

টিকা নিলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার:
করোনার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বুধবার বিকেলে বঙ্গভবনে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪ মার্চ বিকেলে গণভবনে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা টিকা নেন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইতিমধ্যে ৪০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। করোনা প্রতিরোধে ৪০ বছরের উপরের বয়সী সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়েছে সরকার।

 

চিত্রদেশ//এলএইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button