এনজিও কর্ণার
জলাবায়ু পরিবর্তন ও সমবায় বিষয়ক যুব সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
আজ শনিবার ঢাকায় এএলআরডি আয়োজিত ভূমি-জলা-পরিবেশ, জলাবায়ু পরিবর্তন ও সমাবায় বিষয়ক যুব সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ডিসেম্বর ২০১৯ রাজধানীর লালমাটিয়ায় ঢাকাস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার বাইরের ৫০ জন্য যুব সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে।
দিনব্যাপী এ কর্মশালায় এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, এসডিসি’র সিনিয়র ম্যানেজার সোহেল ইবনে আলী আলোচনা করেন।
এছাড়াও কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে এএলআরডি’র কর্মসূচি কর্মকর্তা মির্জা মোঃ আজিম হায়দার ও রফিকুল ইসলাম।
চিত্রদেশ //এস//