সারাদেশ

চরফ্যাশনে ২টি ট্রলারসহ ১২০ মন জাটকা জব্দ

ভোলা প্রতিনিধি:
চরফ্যাশনের তেতুলিয়া নদীর চর বিশ্বাস ও চরবাংলা নামক স্থান থেকে ১২০ মন জাটকা ইলিশসহ কেরিং পার্টির দুটি ট্রলার জব্দ করেছে চরকচ্ছপিয়া কোস্ট গার্ড।

মঙ্গলবার কোস্ট গার্ড অফিস সংলগ্ন এলাকায় এনে জব্দকৃত মাছ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড কমান্ডার আলমগীর হোসেন জানান, তার নেতৃত্বে সোমবার রাতে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে কেরিং পার্টির এফভি লামিয়া ও এফভি মায়ের দোয়া নামের দুটি ট্রলার এবং ১২০ মাছ জব্দ করেন। ট্রলার দুটি উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতে ট্রলার দুটির ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button