শিক্ষা

চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধের ডাক

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ‘সিএফসি’ ও ‘ভিএক্স’র মধ্যে তিনদিন ধরে চলা উত্তেজনা ও সংঘাতের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টায় শাহ আমানত ও সোহওয়ার্দী হলের সামনে এ ঘটনার সূত্রপাত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএফসি নিয়ন্ত্রিত শাহ আমানত হলে চার রাউন্ড টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। বর্তমানে ক্যাম্পাসজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১১ মাইল এলাকায় সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন ও আবদুল্লাহ আল নাহিয়ান রাফিকে এলোপাতাড়ি মারধর করে ভিএক্স গ্রুপের কর্মীরা। এ ঘটনার রেশ ধরেই দুপক্ষ মুখোমুখি অবস্থানে নেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় জিরো পয়েন্টে থাকা পুলিশের পাঁচটি ও প্রক্টরের গাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। এছাড়া জিরো পয়েন্টে অবস্থিত ওয়াচ টাওয়ারও ভাঙচুর করা হয়। এ সময় রহস্যজনকভাবে লোডশেডিং হয়। ভাঙচুরের পরপরই বিদ্যুৎ চলে আসে।

এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সিএফসি গ্রুপ। রাত পৌনে ৮টার দিকে নিশ্চিত করে সিএফসি নেতা ও সাবেক সহ-সভাপতি আল-আমিন রিমন বলেন, আমাদের দুই ভাইকে মারধরের ঘটনায় ভিএক্স গ্রুপের মিজানুর রহমান বিপুল ও প্রদীপ চক্রবর্তী দুর্জয় জড়িত। এ ঘটনায় প্রত্যক্ষ মদদদাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তাদের বহিষ্কার ও পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।

চিত্রদেশ ডটকম//এস//

Related Articles

Back to top button