প্রধান সংবাদশিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন

চট্রগ্রাম প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৪ জুলাই) সকাল থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পাসে দ্রুত করোনা সংক্রমণের আশঙ্কায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সঙ্গে জরুরি আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে উপাচার্য দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন কর্মচারীদের আবাসিক এলাকা শোভা কলোনীতে দুইজন করোনা রোগী শনাক্ত হয়। এর পরপরই ক্যাম্পাস এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button