লাইফস্টাইল

ঘরে বসেই পুলিশকে অভিযোগ জানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

রাজধানী ঢাকায় বসবাসরত জনসাধারণের যেকোনো অভিযোগ ও তথ্য শুনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে চালু হলো বিট পুলিশিং অপশন। এখন থেকে www.dmp.gov.bd ওয়েবসাইটের বিট পুলিশিং অপশনে গিয়ে অভিযোগ/তথ্য/ ইনবক্স অংশে অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে পুলিশকে জানাতে পারবেন জনসাধারণ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, জনসাধারণের কাছ থেকে অভিযোগ ও তথ্য শুনতে ইতোমধ্যে ডিএমপি তাদের বিট পুলিশিং ফেসবুক ও ওয়েব পেজ ডেভেলপ করেছে। ওয়েবসাইটে পাঠানো অভিযোগ ও তথ্য সরাসরি পৌঁছে যাবে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট পুলিশের অপরাধ বিভাগে।

জানা যায়, প্রথমত ডিএমপির নিজস্ব ওয়েবসাইটে (www.dmp.gov.bd) বিট পুলিশিং অংশে উল্লেখিত অভিযোগ/তথ্য/ইনবক্স লিংকে ক্লিক করলে একটি লিংক পেজ আসবে। এ লিংক পেজে জনসাধারণ যেকোনো তথ্য বা অভিযোগ পাঠালে তা (beatpolicing@dmp.gov.bd) ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে ডিএমপি সদরদপ্তরের অপরাধ বিভাগ রিসিভ করবে।

এরপর সেসব অভিযোগ বা তথ্য প্রিন্ট করে সংশ্লিষ্ট অপরাধ বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button