অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর এলাকার কাউন্নাড়া এলাকায় সৌদি প্রবাসীর স্ত্রী পারভিন আক্তার (২৫) ও ছেলে নূর মোহাম্মাদ (৬) খুন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় ছুরিকাঘাত করে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকে নিপীড়নের পর হত্যা করা হয়েছে। এছাড়া এ ঘটনা দেখে ফেলায় তার ছেলেকেও খুন করেন দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডে জড়িত কারা তা এখনি স্পষ্ট নয়; এ ব্যাপারে অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button