প্রধান সংবাদ

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে মাঝ পদ্মায় ছয়টি ফেরি আটকা পড়েছে।

তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে বলে জানান ওই ঘাট কর্মকর্তা।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button