প্রযুক্তি

গ্যালাক্সি এস টেন লাইট আনল স্যামসাং

প্রযুক্তি ডেস্ক:

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এস টেন লাইট। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর।

স্মার্টফোনটি স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইট বিক্রি হচ্ছে। এটি তিনটি রঙের মডেলে পাওয়া যাবে। প্রিজম হোয়াইট, প্রিজম ব্ল্যাক এবং প্রিজম ব্লু।

স্যামসাং গ্যালাক্সি এস টেন লাইট ফোনে রয়েছে ২৪০০ বাই ১০৮০ পিক্সেলের রেজোলিউশনের সহ ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ইনফিনিটি ও ডিসপ্লে।

এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের সুপার স্টেডি ওআইএস ক্যামেরা, ১২ মেগাপিক্সেলর সেকেন্ডারি ক্যামেরা। যাতে রয়েছে ১২৩ ডিগ্রি আলট্রা-ওয়াইড সেন্সর এবং অন্যটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনের ক্যামেরাটি ৩২ এমপি।

 

চিত্রদেশ //এস//

আরও

Leave a Reply

Back to top button