প্রধান সংবাদবিনোদন

গুলশানে অগ্নিকাণ্ড: আহতদের খবর নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এতথ্য জানান। এছাড়া এদিন দুপুর সাড়ে ১২টায় গুলশানের এ ঘটনায় আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে বলে জানান তিনি।

রাজধানীর গুলশান-২-এর ১০৪ নং সড়কের একটি বহুতল ভবনে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির সাত তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ১১তলা পর্যন্ত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনায় একজন মারা গেছেন। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন কয়েকজন। এছাড়া ধোঁয়ার কারণেও অসুস্থ হয়ে পড়েন অনেকে, যাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তিন জন,জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ২২ জনকে।

 

Related Articles

Back to top button