অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ
গুরুতর অসুস্থ পাটমন্ত্রী, নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
স্টাফ রিপোর্টার:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেয়া হবে। আজ রোববার এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে ।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় শনিবার দুপুর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। এসময় মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।
চিত্রদেশ//এস//