প্রযুক্তি

গুগল দেখাবে করোনার টিকাদান কেন্দ্র

প্রযুক্তি ডেস্ক:
করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রের অবস্থান দেখাবে গুগল ম্যাপ। সেই সাথে থাকবে সচেতনতামূলক তথ্যও। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্যে সুবিধাটি ছাড়া হবে। পরে তা অন্যান্য দেশে বিস্তৃর্ণ করা হবে।

সিএনএনের প্রতিবেদনে গুগলের বরাতে বলা হয়েছে, চলতি বছরের শুরুর তুলনায় এ কয়েক দিনে ‘নিকটস্থ টিকা’ খোঁজার হার বেড়েছে পাঁচ গুণ। মানুষের সে চাহিদার ভিত্তিতে গুগল ম্যাপসে ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী টিকাকেন্দ্রের তথ্য দেখানো শুরু করা হচ্ছে।

নতুন সুবিধায় ম্যাপে পাবেন নিকটস্থ টিকাকেন্দ্র। আরো পাবেন প্রাসঙ্গিক তথ্য, যেমন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি না, টিকা সবাইকে দেওয়া হবে কি না, ‘ড্রাইভ-থ্রু’, অর্থাৎ গাড়ি চালিয়ে গিয়ে টিকা নেওয়া যাবে কি না—এসব তথ্যও থাকবে।

গুগল বলেছে, তারা নির্ভরযোগ্য তথ্যের জন্য স্থানীয় সরকার এবং ওষুধ বিক্রয়কেন্দ্রের সঙ্গে কাজ করে যাচ্ছে।

চিত্রদেশ//এইচ//

 

Tags

আরও

Leave a Reply

Back to top button