প্রধান সংবাদসারাদেশ

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষ: উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসের এক নারী যাত্রী নিহতসহ আহত হয়েছেন আরো চারজন। শনিবার ভোরে উপজেলার বলিয়াদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নামপরিচয় জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভোরে বলিয়াদী এলাকার রেল ক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।’

‘এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের এক নারী নিহত হন। আহত হয়েছে আরো চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর চেষ্টা করা হচ্ছে’ বলে জানান তিনি।

নীলফামারী এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ট্রেনটি বলিয়াদী এলাকায় পৌঁছলে একটি বাস হঠাৎ করে ট্রেনের সামনে চলে আসে। চালক জরুরিভাবে ট্রেন থামানোর চেষ্টা করলেও ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়।’

‘এ ঘটনায় একজন নারী মারা গেছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে’ বলে জানান তিনি।

চিত্রদেশ//এস//

Tags

আরও

Leave a Reply

Back to top button